Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর মিয়ার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জ

এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর মিয়ার বিদায় সংবর্ধনা

এলজিইডি'র নির্বাহীপ্রকৌশলী মোহাম্মদ আবুল মুনসুর  মিয়ার পদোন্নতি জনিত বদলীতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে শহরের একটি  কমিউনিটি সেন্টারে উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও এলজিইডির কর্মকর্তা -কর্মচারীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি, পৌর সভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের সভাপতিত্বে ও কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, বিদায়ী সংবর্ধিত অতিথি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল মনসুর মিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. শংকর কুমার দেব, উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুনিল কুমার দাস, সহ সভাপতি আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আব্দুল হক, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক অনলাইন  প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, ইউ আর সি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীব, উপ-সহকারী  প্রকৌশলী রজত কান্তি দাস, এমএ জাসির, হিসাব রক্ষক হারান চন্দ্র বিশ্বাস।

সংবর্ধনা অনুষ্ঠানে  উপজেলা ককন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটিএম তারেক, মঞ্জু মিয়া, শরিফ আলম, ফজলুল হক, কহিন চৌধুরী, কয়ছর আহমদ, শহিদুল ইসলাম, আমিনুল হক, সাগর দাস, আব্দুল্লাহ সনি, জাকারিয়া জুয়েল, মতিউর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কন্ট্রাক্টর শাহরিয়ার তারেক ও গীতা পাঠ করেন ডলি রানী দাস। অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, কন্ট্রাক্টর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই বিভাগের অন্যান্য খবর