Opu Hasnat

আজ ২০ মে শুক্রবার ২০২২,

পারনান্দুয়ালী হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষীথীদের পূণর্মিলনী মাগুরা

পারনান্দুয়ালী হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিক্ষীথীদের পূণর্মিলনী

মাগুরা শহরের ঐতিহ্যবাহী পারনান্দুয়ালী হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূনর্মিলনী আজ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

পূণর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো: রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগন বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে শিক্ষার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।