Opu Hasnat

আজ ২ জুলাই শনিবার ২০২২,

দুর্গাপুরে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা নেত্রকোনা

দুর্গাপুরে নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

বাঙালি জাতির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ এ উৎসব কে ঘিরে নেত্রকোনার দুর্গাপুরের সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য সফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন, পথ পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, শিক্ষক জিয়াউল হক শুভ, সাংবাদিক আল নোমান শান্ত সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।