মাগুরায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১ মাগুরা / 
মাগুরায় ১০২ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মিতা (৩২) নামের এক মাদক ব্যাবসায়ীকে বুধবার গ্রেফতার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খবির হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের কুকনা ঘোষ পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসতবাড়িতে রাখা ১০২ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মিতা নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মিতা পৌর এলাকার নীজনান্দুয়ালী গ্রামের হাফিজ বিশ্বাসের ছোট মেয়ে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদক মামলা হয়েছে।