মাগুরায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত মাগুরা / 
মাগুরায় উৎসবমুখর পরিবেশে আজ পহেলা বৈশাখ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠন যৌথভাবে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করে।
মঙ্গল শোভাযাত্রা শেষে মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে লোকজ ও সাংস্কৃতিক মেলা, লাঠিখেলা, নাগরদোলা ও ফুটবল যাদুকর মাসুদ রানার ফুটবল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। মাগুরার সর্বস্তরের লোক বর্ষবরনের এই অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন।