Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রান্তিক কৃষকদের মাঝে চারা বিতরণ কৃষি সংবাদখাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রান্তিক কৃষকদের মাঝে চারা বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রান্তিক কৃষকদের মাঝে কলম/চারা বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকালে নারানখাইয়া পাড়াস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউট প্রাঙ্গনে এই চারা বিতরণ অনুষ্ঠিত হয় ।

উক্ত  চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ২৯৮নং আসনে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। পার্বত্য জেলা পরিষদ সদস্য  ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আহবায়ক এডঃ আশুতোষ চাকমা সভাপতিত্ব করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ,পুলিশ সুপার মোঃ মজিদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপÍরের  উপ-পরিচলক যুগল পদ দে, পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্ত ডাঃ মোঃ মহব্বত উল্লাহ প্রমুখ । এসময় জেলা পরিষদের সদস্য বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রান্তিক অঞ্চলের কৃষকগন উপস্থিত ছিলেন ।  
   
আলোচনা শেষে ২০১৪-১৫অর্থ বছরের প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ/কলম চারা ২৪হাজারের অধিক লিচু, আম, বেল এ বিভিন্ন প্রজাতি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।