Opu Hasnat

আজ ৪ অক্টোবর বুধবার ২০২৩,

খানসামা উপজেলার নব-নির্বাচিত ৭৮ জনপ্রতিনিধির শপথ গ্রহণ দিনাজপুর

খানসামা উপজেলার নব-নির্বাচিত ৭৮ জনপ্রতিনিধির শপথ গ্রহণ

শপথ গ্রহণ করলেন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৬ ইউপি চেয়ারম্যান, ৫৪ ইউপি সদস্য ও ১৮ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এবং বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য ও সদস্যাদের শপথ বাক্য পাঠ করান ইউএনও রাশিদা আক্তার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তা ও ৬ ইউনিয়নের সচিব ও ইউডিসি উদ্যেক্তাগণ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততা ও সুনামের সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা তাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

এই বিভাগের অন্যান্য খবর