Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংরক্ষণ বিষয়ক দুই দিনের কর্মশালার সমাপনি বাগেরহাট

ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংরক্ষণ বিষয়ক দুই দিনের কর্মশালার সমাপনি

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় সেবা গ্রহিতা, সেবা দাতা, সিভিল সোসাইটি প্রতিনিধিদের অংশগ্রহনে আধুনিক ল্যান্ড ডিজিটালাইজেশন প্রসেস সম্পর্কে অবহিতকরণ ও এ বিষয়ে দক্ষ করে তোলা শীর্ষক প্রশিক্ষন শনিবার সমাপ্ত হয়েছে।

জাইকার অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ রিয়াজুল ইসলাম এর ব্যাবস্থা পনায় দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো.জাহাঙ্গীর আলম।  উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) মো. আলী হাসান । প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ।

দুটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মো.জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার  (ভূমি) মো. আলী হাসান, উপজেলা সাব রেজিষ্ট্রার পার্থ মুখারজী, ফকিরহাট উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা  মো. জাকির হোসেন ও বহুরবুনিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা গাজী শামীম আহসান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা , ইউনিয়ন সচিব, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, দলিল লেখক সহ সুধিজন সহ বিভিন্ন পর্যায়ে ৩৬ জন অংশ গ্রহন করেন।