Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ইনোভেশনে দেশ সেরা পার্বতীপুরের সমাজসেবা কর্মকর্তা তাপস রায় দিনাজপুর

ইনোভেশনে দেশ সেরা পার্বতীপুরের সমাজসেবা কর্মকর্তা তাপস রায়

ইনোভেশন ক্যাটাগরীতে দেশ সেরা হওয়ার পাশাপাশি দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়।  উদ্ভাবক (ইনোভেশন) ক্যাটাগরীতে তাকে দেশ সেরা কর্মকর্তা হিসেবে নির্বাচন করে সমাজসেবা অধিদফতর। রোববার জেলা সমাজসেবা অফিস আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠান শেষে বিকেলে তার হাতে সন্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট তুলে দেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বপ্নানুসারে দেশের অসহায়, দুঃস্থ ভাতাভোগীদের শতভাগ সেবা প্রদান, দালাল মুক্ত অফিসের পরিবেশ তৈরী করার পাশাপাশি ব্যতিক্রমী বিভিন্ন ইনোভেশন মুলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় তাকে এ সন্মাননা স্মারক হিসেবে পদক দেয়া হয়েছে বলে জেলা অফিস সূত্রে জানা গেছে। সেবা নিতে আসা ভাতাভোগীদের বসার জন্য সম্প্রতি সমাজসেবা কার্যালয়ের সামনে টিন সেডের একটি ব্যতিক্রমী বিশ্রামাগার তৈরী করে (বাস্তবায়নে পৌরসভা) জেলা পর্যায়ে সাড়া ফেলেন এই কর্মকর্তা।

এ দিকে, অধিদফতর কর্তৃক জাতীয় পর্যায়ে ইনোভেশনে দেশ সেরা হিসেবে পুরষ্কৃত হওয়া সমাজসেবা কর্মকর্তা তাপস রায় জানান, কাজকে ভালোবেসে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তবে, আমার এ অর্জনের পেছনে স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান স্যার, উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ স্যারসহ সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে। সেই সাথে আমার অফিস স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সকলের সহযোগীতায় আজকের আমার এ অর্জন বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।