Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় রাজধানীর ৫ ফার্মাসিকে জরিমানা রাজধানী

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় রাজধানীর ৫ ফার্মাসিকে জরিমানা

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দায়ে ৫  ফার্মেসির মালিক ও ম্যানেজারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুত রাখার দায়ে কলেজ গেট এলাকায় ইসলাম ফার্মেসির মালিক বিল্লাল হোসেনকে দুই লাখ পঞ্চাশ হাজর টাকা, অনুরাগ ফার্মেসির ম্যানেজার রাসেল তালুকদারকে এক লাখ টাকা, এসএইচ  ফার্মেসির ম্যানেজার শামীম মোল্লাকে ৫০ হাজার টাকা, বাংলাদেশ ফার্মেসি মালিক সাগর হোসেনকে ৩০ হাজার  টাকা, নাজ ফার্মেসির ইনচার্জ নজমুল ইসলামকে ২০ হাজার  টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, ভবিষ্যতে  জনস্বাস্থ্যের সুরক্ষার্থে এ ধরনের  নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুত ওসংরক্ষণ ও বিক্রয় কারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।