Opu Hasnat

আজ ১৬ মে সোমবার ২০২২,

নড়াইল জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর নড়াইল

নড়াইল জেলা প্রশাসকের নিকট আশা’র কম্বল হস্তান্তর

নড়াইলের শীতার্ত দুঃস্থদের জন্য বে-সরকারি সংস্থা আশা নড়াইলের জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে।

রোববার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা-খুলনা ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, খঃ মোঃ আলাউদ্দিন, নড়াইল জেলা ম্যানেজার মোঃ মোমিন আলী, নড়াইল সদর অঞ্চলের আরএম মোঃ মতিয়ার রহমান, নড়াইল সদর-০১ শাখার ব্যবস্থাপক বিএম মোঃ খালিদ হোসেন এবং নড়াইল সদর-০২ শাখার ম্যানেজার বিএম মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৩২৫ টি কম্বল হস্তান্তর করা হয়।