Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

চাঁদপুরে মারিয়া ভ্যারাইটিজ ষ্টোরকে জরিমানা, কয়েল জব্দ চাঁদপুর

চাঁদপুরে মারিয়া ভ্যারাইটিজ ষ্টোরকে জরিমানা, কয়েল জব্দ

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত মেসার্স মারিয়া ভ্যারাইটিজ ষ্টোরকে অবৈধভাবে পাতা নম্বর ১ ব্রান্ডের মশার কয়েল বিক্রয় ও বিতরণ করার অপরাধে জরিমানা করেছে। রবিবার (০৫ ডিসেম্বর, ২০২১খ্রি.) জেলার শাহরাস্তি উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স মারিয়া ভ্যারাইটিজ ষ্টোরকে অবৈধভাবে পাতা নম্বর ১ ব্রান্ডের মশার কয়েল বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং গোডাউনে সংরক্ষিত ২৪ কার্টন কয়েল ধ্বংসের জন্য জব্দ করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। এসময় প্রসিকিউটিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারেক রহমান ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত সূত্র।