Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

নরসিংদীতে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত নরসিংদী

নরসিংদীতে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ডি.আই.জি এ.কে.এম মাহফুজুল হক নুরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ডিআইজি’র সহধর্মীনি খাদিজা বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সুরাইয়া বেগম (উপ সচিব), নরসিংদী সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহম্মেদ, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ: মোতালিব পাঠান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জি এম তালেব হোসেন, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি, শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির প্রমূখ।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আমেনা বেগম। অনুষ্ঠানে নরসিংদী পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভূইয়া রেজওয়ানুর রহমান, পি বি আই পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার সার্কেল মোস্তাক আহম্মেদ, নরসিংদী জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি, ডিএসবি, সিআইডি কর্মকর্তা, পুলিশের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

ক্রিয়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরে সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে মাতিয়ে তুলেন পুলিশের সদস্যরা।

প্রধান অতিথি পুলিশের ডি.আই.জি (ঢাকা রেঞ্জ) এ.কে.এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, দেশ ও দেশের মানুষকে ভালো রাখতে হলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারাবদ্ধ। আজ পুলিশ জীবন দিয়ে দেশ ও মানুষের জীবন রক্ষা করছে। কিছু লোক দেশকে অস্থিতিশীল করে দেশে অশান্তি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাদেরকে ছাড় দেওয়া হবে না। যে কোন মূল্যে তাদের বিচার করা হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

পুলিশ সুপার আমেনা বেগম বলেন, জননেত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে যুদ্ধাপরাধীদের বিচার করে যাচ্ছে তাই এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। পুলিশ সাহসিকতার সাথে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আজ এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে শপথের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করার আহবান জানান তিনি।