Opu Hasnat

আজ ২৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০২২,

সাংবিধানিক স্বীকৃতির দাবীতে দুর্গাপুরে আদিবাসী সমাবেশ নেত্রকোনা

সাংবিধানিক স্বীকৃতির দাবীতে দুর্গাপুরে আদিবাসী সমাবেশ

নেত্রকোনা জেলার দুর্গাপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবীবে বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের অংশগ্রহণে এক আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরিশিরি এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    
এ উপলক্ষে আদিবাসী নেতা নিরন্তর বনোয়ারীর সঞ্চালনায় আদিবাসী নেত্রী সুভাষিনী রংদী‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন আদিবাসী নেতা জন ক্রসওয়েল খকসী, পিউস এল মানখিন, বিমল রেমা, অবনী হাজং, লিটন হাজং প্রমুখ।