Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে বেসসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস, দেশ বুদ্ধিপ্রতিবন্ধি অটিস্টিক বিদ্যালয় ও রুসার আয়োজনে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে ‘‘কোভিডোওর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন’’ এ প্রতিপাদ্যে উপজেলা চত্ত্বর থেকে এক র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভায় প্রবীন প্রতিবন্ধী নিয়ে গঠিত ইউনিয়ন ফোরামের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এসডিডিবি প্রকল্প কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার এলতুষ নকরেক, মাঠ কর্মকর্তা ছবি ম্রু, রুসা এর নির্বাহী পরিচালক মো. নুরুল আলম, শিক্ষিকা মিঠু পন্ডিত প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধি শিশুরা আমাদের বোঝা নয়। সমাজে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা করতে সকলকেই এগিয়ে আসার আহবান জানান।