Opu Hasnat

আজ ২৮ জানুয়ারী শুক্রবার ২০২২,

সুনামগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ সুনামগঞ্জ

সুনামগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সেবা গ্রহীতাদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ২৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩ জনকে আত্ম নির্ভরশীল হওয়ার জন্য উপকরণ বিতরণ করা হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। 

এই বিভাগের অন্যান্য খবর