Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন : পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ

শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন : পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জের ছাতকে এক মহা সমাবেশে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি বলেছেন শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি হাওরাঞ্চলের মানুষের বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশকে উন্নয়নের মহা সড়কে নিয়ে গিয়েছেন। সকল বিভেদ ভূলে ঐক্য বদ্ধ হয়ে আওয়ামিলীগ নেতা কর্মীদের কাজ করতে হবে। 

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাতকে চেলা ইছামতী স্থলবন্দর স্থাপন, ছাতক-সুনামগঞ্জ সড়ক সংস্কার, ছাতকে ৫০ শয্যা থেকে উন্নিত করে ১০০ শয্যা হাসপাতাল নির্মানসহ নানা উন্নয়ন কাজ বাস্তবায়নের পতিশ্রুতি দান কালে এসব কথা বলেছেন। 

বৃহস্পতিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম  শামীম, শাহাবুদ্দিন মোহাম্মদ শাহেল, সাইফুল ইসলাম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আবুল হোসেন, নূর উদ্দিন, জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আওয়ামিলীগ নেতা রেজা মিয়া তালুকদার, যব লীগ নেতা কামাল হোসেন, ছাত্রলীগ নেতা  রিয়াদ আহমদ চৌধুরী, শাহ মুজক্কির আলী। 

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা মামুনুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আহবাব মিয়া তালুকদার সাজু, সাবেক  পৌর কাউন্সিলর দিলোওয়ার হোসাইন যুবলীগ নেতা শাহ মোহাম্মদ শাহীন আহমদ প্রমূখ। মন্ত্রী এর আগে ছাতক বহুমুখী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন করেন। 

এই বিভাগের অন্যান্য খবর