Opu Hasnat

আজ ২৭ জানুয়ারী বৃহস্পতিবার ২০২২,

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে

কঠিন আন্দোলন করে নেত্রীকে মুক্ত করা হবে : মির্জা আব্বাস ফরিদপুর

কঠিন আন্দোলন করে নেত্রীকে মুক্ত করা হবে : মির্জা আব্বাস

বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ফরিদপুরে বিএনপির সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করে ফরিদপুর বিভাগীয় বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সাবেক মন্ত্রী জয়নাল আবেদিন ফারুক।

এসময় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর সাথে আরেক প্রধানমন্ত্রীর এমন ব্যবহার মেনে নেয়া যায় না। আমরা আশা করেছিলাম তিনি সুবিচার পাবেন সেটা করা হচ্ছে না। তবে এমন করা হলে সামনে কঠিন আন্দোলন করে আমাদের নেত্রীকে মুক্ত করে নিয়ে আসবো।  

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোদারেছ আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইয়াসমিনআরা হক, যুগ্ম সম্পাদক নায়েবা ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড. হাফিজুর রহমান হাফিজ সহ ফরিদপুর বিভাগের ৫টি জেলার বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতেই দলের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা শুরু করে। সড়কে নেতাকর্মীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন

করা হয়। সমাবেশের শেষে নেতাকর্মিরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়।