Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সুনামগঞ্জ

শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বিধি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

কান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন চৌধুরী'র সভাপতিত্বে ও থানার এসআই অনুপম দেবনাথ ও এ এসআই উত্তম কুমারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অথিতি'র বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আনোয়ারুজ্জান।

সভায় বিশেষ অথিতি' হিসেবে উপস্থিতি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর শান্তিগঞ্জ)  শুভাশীষ ধর, শান্তিগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিতিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এড. দেবাংশু শেখর দাস, জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী খেজুর গাছ প্রতিকের মুফতি মুফিজুর রহমান, সতন্ত্র  ঘোড়া প্রতিকের মো.নুর মিয়া, সতন্ত্র ( বিএনপি) চশমা প্রতিকের লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সতন্ত্র আনারস প্রতিকের শামছুল আলম ভূইয়া, সতন্ত্র মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মো.  শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, সহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৬৫ জন ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যগণ উপস্থিতিত ছিলেন।

প্রধান অতিথি'র বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনোয়ারুজ্জামান বলেন,  যে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রস্তুত রয়েছেন। আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট দেবাংশু শেখর দাস ও জমিয়ত প্রার্থী মুফতি মুফিজুর রহমান বলেন, যে দুইজন স্বতন্ত্র প্রার্থী কালো টাকা দিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করতে কাজ শুরু করার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার নির্বাহী অফিসার বলেন, এ ব্যাপারে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোষাকে আমাদের বিপুল  সংখ্যক গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে কাজ করছেন। তথ্য প্রমাণের ভিত্তিতে এসব কালো টাকা বিতরণকারীদের বিরুদ্ধে তথ্য  প্রমানসহ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের অন্যান্য খবর