Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

৩৩৩ নম্বরে কল পেয়ে খাবার পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন নেত্রকোনা

৩৩৩ নম্বরে কল পেয়ে খাবার পৌঁছে দিলেন উপজেলা প্রশাসন

জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় ১৫০টি পরিবার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এলাকার সাধারণ মানুষদের হাতে বুধবার বিকেলে মানবিক সহায়তা হিসেবে এ খাবার তুলে দেন।  

এ নিয়ে ইউএনও রাজীব-উল-আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনা সহ নানা কারনে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসনের অনলাইনে আরও আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের মধ্যে খাদ্য পৌছে দেয়া হয়েছে।  
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।