Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর শনিবার ২০২১,

নড়াইলে কৃষক আ্যাপ এর মাধ্যমে আমন ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত নড়াইল

নড়াইলে কৃষক আ্যাপ এর মাধ্যমে আমন ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত

নড়াইলে কৃষক আ্যাপ এর মাধ্যমে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে লটারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, নড়াইল-২ আসনের সাংসদের প্রতনিধি তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হাসান, সদর ওসিএলএসডি তরুন বালা, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, উপ সহকারি খাদ্য কর্মকর্তা সুকান্ত কুমার প্রমুখ।