Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে মশার কয়েল কোম্পানীকে জরিমানা কক্সবাজার

কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে মশার কয়েল কোম্পানীকে জরিমানা

কক্সবাজারে লাইসেন্স  বিহীন নিমপাতা মশার কয়েল ও অনুমোদনবিহীন বিএসটিআই এর লোগো ব্যবহারের দায়ে সাহাব উদ্দীন এন্টারপ্রাইজ নামে একটি মশার কয়েল কোম্পানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২২ নভেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ এর সার্বিক তত্ত্বাবধানে ও কক্সবাজার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান এর নেতৃত্বে কক্সবাজার বিএসটিআই এর এডমিন  শাহাদাত হোসেন ও ফিল্ড অফিসার রাজীব দাস চকরিয়া সুপার মার্কেটের নিচতলা সাহাব উদ্দিন এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। 

এসময় প্রতিষ্ঠানটির ভিতরে লাইসেন্সবিহীন বিএসটিআই এর লোগো ব্যবহার করে  নিমপাতা মশার কয়েল বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ জামান ও বিএসটিআই’র ফিল্ড অফিসার রাজীব দাস জরিমানার বিষয়ে বলেন, ‘কোথাও নকল পণ্য বাজারজাত করলে জনস্বার্থে এরকম অভিযান  নিয়মিত  অব্যাহত থাকবে।’