Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর শনিবার ২০২১,

দুর্গাপুরে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নেত্রকোনা

দুর্গাপুরে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ২০২১ সালের এইসএসসি পরীক্ষার্থীদের এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রভাষক আবু সাদেক এর সঞ্চালনায় কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ এর সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সহ:অধ্যাপক গৌতম কুমার মল্লিক, নাসরিন হেলালী, প্রভাষক মোহন লাল বিশ্বাস, শামীম আজাদ, মাহবুবুর রহমান, উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি এম এন আলম প্রমুখ। আলোচনা শেষে প্রভাষক তোবারক হোসেন খোকন এর পরিচালনায় কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন পরিবেশিত হয়।