Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে সুনামগঞ্জ পুলিশের সচেতনতা র‌্যালী সুনামগঞ্জ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে সুনামগঞ্জ পুলিশের সচেতনতা র‌্যালী

'গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি' এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কায়ার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো, আবু সাইদ,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, সুনামগঞ্জ টিআই প্রশাসন শামসুল আলম প্রমুখ।

পুলিশ কর্মকর্তা বলেছেন ট্রাফিক আইন মেনে চলছে অনেকাংশে সড়ক র্দূঘটনা রোধ করা সম্ভব। বর্তমান প্রজন্মের ছেলেদের গাড়ি কিংবা বাইক চালাতে প্রশিক্ষণ নিয়ে আরো বেশী সর্তকতা অবলম্বন করা জরুরী। মনে রাখতে হবে একটি ভুল হবে সারাজীবনে কান্না। তাই সবাইকে সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন তারা।

 

এই বিভাগের অন্যান্য খবর