Opu Hasnat

আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার ২০২১,

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৩৬ প্রাণহানি, আক্রান্ত ১৩৭৬, সুস্থ ১৪২৭ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৩৬ প্রাণহানি, আক্রান্ত ১৩৭৬, সুস্থ ১৪২৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৭,৩১৩ জন।

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১,৩৭৬ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৫,৪৭,১৭৬ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১,৪২৭ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫,০৬,১৩৬ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর ‘২১) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের অন্যান্য খবর