Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ছাতকে হিলিপ প্রকল্পের কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জ

ছাতকে হিলিপ প্রকল্পের কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের ছাতকে স্থানীয় সরকার প্রকৌশলীর হাওর ইনফ্রেসট্রাক্টচার ও লিভলী হোড ইম্প্রোভ মেন্ট প্রজেক্ট (হিলিপ) এর উদ্যোগে কর্মশালা সম্পর্ন করা হয়েছে। এলাকার অবহেলিত বঞ্চিত দরিদ্র ও হত দরিদ্র জনগোষ্ঠিকে দক্ষ করে গড়ে তুলতে মৎস্য কৃষি ড্রাইভিং সহ নানা বিষয়ের উপর প্রশিক্ষন দিয়ে থাকে হিলিপ।

বৃহস্পতিবার সকালে প্রশিক্ষনের উদ্বোধন ঘোষনা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন হিলিপের জেলা প্রকল্প সম্বনয়ক মোহাম্মদ মিজানুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তোফিক হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী এম এ জাসির, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী ও বাবা লোকনাথ আশ্রমের সভাপতি অরুন অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, হিলিপ কর্মকর্তা আশিস সরকার, রাঙ্গাউটি বিল ব্যবস্থাপনা কমিটির কোষাধক্ষ্য মোনায়েম খান, হিলিপের প্রশিক্ষনার্থী হারুনুর রশিদ, জসিম উদ্দিন, উজ্জল সরকার, শাহীনা বেগম প্রমূখ।  
  

এই বিভাগের অন্যান্য খবর