Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

বাঘের আক্রমনের শিকার হয়ে জনবসতি এলাকায় আশ্রয় নিয়েছে মায়াবী হরিন বাগেরহাট

বাঘের আক্রমনের শিকার হয়ে জনবসতি এলাকায় আশ্রয় নিয়েছে মায়াবী হরিন

বাঘের আক্রমনের শিকার হয়ে  প্রান রক্ষায় জনবসতি এলাকায় চলে এসেছে সুন্দরবনের একটি মায়াবী হরিন। আহত হরিনটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

বাঘের আক্রমনের শিকার হওয়া  আহত হরিনটি সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে বন সংলগ্ন ঘাগরামারী জনবসতী এলাকায় ঢুকে পড়ে।এর পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্ধার করে বন বিভাগ। 

সুন্দরবন করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বাঘের আক্রমনের শিকার হয়েছিলো হরিনটি। গলায় বাঘের কামড়ের কারনে ক্ষত সৃষ্টি হয়ে পঁচন ধরেছিলো। তিনি জানান,পরে হরিণটি  উদ্ধার করে করমজল প্রজনন কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আবার দুপুরে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।