Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নড়াইলে পাটবীজ উৎপাদনে কৃষি উপকরণ ও প্রশিক্ষণ প্রদান কৃষি সংবাদনড়াইল

নড়াইলে পাটবীজ উৎপাদনে কৃষি উপকরণ ও প্রশিক্ষণ প্রদান

নড়াইলে পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে উপকরণ সহায়তা ও প্রশিক্ষণ অনুষ্ঠত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)) সকালে প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। 

নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ’র পরিচালনায় পাট বীজ, সার, কৃষি পূনর্বাসন সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ’র কৃষি বিষয়ক প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান প্রমুখ।