Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

দুর্গাপুরে ইউনিক আইডি বিষয়ক প্রশিক্ষণ শুরু নেত্রকোনা

দুর্গাপুরে ইউনিক আইডি বিষয়ক প্রশিক্ষণ শুরু

নেত্রকোনার দুর্গাপুরে CRVS এর আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাব্যজ তৈরী এবং ইউনিক আইডি তৈরী বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২ দিন ব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকতদার। তিনটি ব্যাজে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিনয় ভুষন সাহা রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, দেশকে এগিয়ে নিয়ে বিজ্ঞান ভিক্তিক শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে নানাবিধ বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি ব্যবহারে বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর, ক্লাশে করোনা সচেতনতাবৃদ্ধি মুলক শিক্ষা ও নৈতিক শিক্ষা দেয়ার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক শিক্ষাগ্রহনে শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য শিক্ষকদের আহবান জানান।