Opu Hasnat

আজ ২১ জানুয়ারী শুক্রবার ২০২২,

ব্রেকিং নিউজ

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু দিনাজপুর

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে শিশু ও কিশোরসহ ৭ জনের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার নিউটাউন রেলঘুন্টি এলাকায় টিনশেডে বসে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে চার কিশোরের মৃত্যু হয়।

অপরদিকে, দুপুরে চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন যুবক মারা যায়। 

পৃথক বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন মোহাম্মদ কুদ্দুস আলী। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কিছু সংখ্যক যুবক ও কিশোর রেলঘুন্টি এলাকায় পুকুরপাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের টিনশেডে আশ্রয় নেয়। পরে ওই টিনশেডের ওপর বজ্রপাত হয়। এতে স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২) ঘটনাস্থলে মারা যায়। 

এ সময় তিন কিশোর আহত হয়। তারা হলেন, বাবলুর ছেলে আটিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)। 

দিনাজপুর কোতয়ালি থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন চার কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গ্রামের গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। 

বিয়ষটি নিশ্চিত করেছেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ। 

এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বজ্রপাতে মৃতদের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এছাড়াও আহত তিনজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুইজনকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের অন্যান্য খবর