Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

পাইকগাছা উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত খুলনা

পাইকগাছা উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবসে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, অধ্যাপক মোহাঃ শেখ শহীদ উল্লাহ, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) স্বপন রায়, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। 

পাইকগাছা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এমপি আক্তারুজ্জামান বাবু। 

বক্তব্য রাখেন, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, বিজন বিহারী সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, এস,এম, রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, আকরামুল ইসলাম। অপরদিকে, রাড়ুলী পিসি ক্লাব, বনানী সংঘ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (লোনাপানি কেন্দ্র), ইউনিয়ন পরিষদ সহ সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।