Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। 

সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ারদার, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ, হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এছাড়া পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর‌্যালী বের করা হয়। শোকর‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। 

এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। হরিণাকুন্ডু পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে শোক দিবসের কর্মসুচি পালিত হচ্ছে।