Opu Hasnat

আজ ১৭ জানুয়ারী সোমবার ২০২২,

স্কাউটস এর উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত সংগঠন

স্কাউটস এর উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটসের উন্নয়ন বিভাগের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় স্কাউটসের উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা শনিবার (১৪ আগষ্ট) অনলাইনে প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (উন্নয়ন) আখতারুজ জামান খান কবির এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস, জাতীয় উপ কমিশনার স্থপতি তাহসিন আলম, কাবিং সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোঃ রুহুল আমিন, পরিচালক (উন্নয়ন) মোহ সাইফুল ইসলাম, স্কাউটসের আঞ্চলিক কমিশনার ও উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল মোঃ আখতারুজ্জামান, আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোঃ আবু সাঈদ, দিনাজপুর অঞ্চলে কর্মরত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভগণ, দিনাজপুর অঞ্চলের যুগ্ম সম্পাদক ও রংপুর বিভাগের জেলা সমূহের স্কাউট সম্পাদকগণ সংযুক্ত ছিলেন।

সমন্বয় সভায় দিনাজপুর অঞ্চলে চলমান উন্নয়ন কর্মসূচির পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ দিনাজপুর অঞ্চল ও এর অন্তর্গত আটটি জেলা স্কাউটসের ভূসম্পত্তি ও অফিস ভবন সংক্রান্ত তথ্য সভায় উপস্থাপন করেন।

এই বিভাগের অন্যান্য খবর