Opu Hasnat

আজ ১৬ জানুয়ারী রবিবার ২০২২,

ব্রেকিং নিউজ

মাটিরাংগায় শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন খাগড়াছড়ি

মাটিরাংগায় শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর পালন করেছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে দলীয় কার্যালয়ে প্রাংগনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্প শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে দিন ব্যাপী কর্মসুচী সূচনা করা হয়। 

পরে বাংলাদেশ আওয়ামীলীগ মাটিরাংগা উপজেলা শাখার সাধারন সম্পাদক সুবাস চাকমা সজ্ঞালনায় আওয়ামীলীগের সভাপতি এম মোর্শেদ খান সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পাজেপ সদস্য হিরন্জয় ত্রিপুরা, মাটিরাংগা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনর রশীদ ফরাজী, সাধারন সম্পাদক আলা উদ্দিন লিটন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলীর পুস্পমাল্যদান এবং শোক সম্মতপ্ত পরিবারের প্রতি ১মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগ মাটিরাংগা উপজেলা শাখার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। 

এই বিভাগের অন্যান্য খবর