Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

খাগড়াছড়িতে করোনায় আরও মৃত্যু ২, আক্রান্ত ৪৫ খাগড়াছড়ি

খাগড়াছড়িতে করোনায় আরও মৃত্যু ২, আক্রান্ত ৪৫

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪ জন। একই সাথে গত ২৪ ঘন্টায় ১২০জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৩৮জন।

বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৭ জন পজেটিভ এবং ১৭ জন সন্দেহজনক।

খাগড়াছড়িতে এখন পর্যন্ত ১২ হাজার ৩৬৩ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ৪৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৭৮জন।

এর আগে গত ২৪ ঘন্টায় করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৯০ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৩০জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৩৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তবে জেলার আরো অন্তত ২৪জন মারা গেছেন সমতলের বিভিন্ন হাসপাতালে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ করোনার লক্ষন যেমন-জ্বর, হাঁচি-কাশি থাকলে হাসপাতালে এসে করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ জানিয়েছে। তিনি সবাইকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।