Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শনিবার ২০২১,

ব্রেকিং নিউজ

মোরলগঞ্জে লকডাউনের ১১তম দিনেও কঠোর প্রশাসন বাগেরহাট

মোরলগঞ্জে  লকডাউনের ১১তম দিনেও  কঠোর প্রশাসন

করোনা বিস্তার রোধে দেশব্যাপী জারিকৃত দুসপ্তাহের লকডাউন বাস্তবায়নে বাগহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সোমবার (২ আগস্ট) সরকার ঘোষিত  লকডাউন উপেক্ষা করে অননুমোদিত  দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা, মাস্ক পরিধান না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে ৮ টি মামলায় সর্বমোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। 

এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। এছাড়া এ ভ্রাম্যমাণ আদালত ওএমএম কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেই বিষয়েও তাদারকি করে। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা  প্রশাসন।

এই বিভাগের অন্যান্য খবর