Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী থম্পসন খেলাধুলা

৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী থম্পসন

নারীদের ১০০ মিটার ফাইনালে ৩৩ বছর পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে সোনা জিততেছেন থম্পসন হেরাহ এলাইন। থম্পসন সময় নেন ১০ দশমিক ৬১সেকেন্ড।

টোকিও অলিম্পিকে শনিবার (৩১ জুলাই) তিনি ভেঙে দেন ১৯৮৮ সালে গড়া ফ্লোরেন্স গ্রিফিথের রেকর্ড। গ্রিফিথ ১০ দশমিক ৬২ সেকেন্ড নিয়েছিলেন।

শ্যালি অ্যান ফ্রেজার ১০ দশমিক ৭৪ সেকেন্ড নিয়ে রুপার পদক পেয়েছেন আর শ্যারিকা জ্যাকসন ১০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন।

রূপাজয়ী ফ্রেজারের সামনে টানা তিন আসর ধরে সোনাজয়ের হাতছানি ছিল। এর আগের দুই অলিম্পিকে সোনা জিতেছিলেন। এবার আর পারলেন না।