Opu Hasnat

আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১,

ফরিদপুরে করোনায় ১৮ জনের মৃত্যু ফরিদপুর

ফরিদপুরে করোনায় ১৮ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় গত দুই দিন মৃত্যু সংখ্যা কম হলেও আবারো বেড়েছে মৃত্যু। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮জনের করোনা পজেটিভ ও ১০জনের করোনা উপসর্গ ছিল। মৃতদের মধ্যে ১৩জন ফরিদপুরের, ৪জন রাজবাড়ীর ও ১ জন গোপালগঞ্জের।  

বর্তমানে হাসপাতালটিতে ৩২৬জন ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৮ জন রোগি। প্রতিনিয়ত রোগির চাপ বাড়াতে হাসপাতালে সেবা দিতে হিমসিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।      

গত ২৪ ঘন্টায় জেলায় ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ১৯৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ১৯৯ জন রোগির করোনা শনাক্ত হয়। সরকারী হিসেবে এ পর্যন্ত ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৩৫ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৯৭ জন। করোনার বিধিবিধান না মানার কারনেই ফরিদপুরে বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বলে তিনি জানান।