Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রংপুরে পশুরহাটে রোভার স্কাউটদের মাস্ক ব্যাবহারে সচেতনতা তৈরী রংপুর

রংপুরে পশুরহাটে রোভার স্কাউটদের মাস্ক ব্যাবহারে সচেতনতা তৈরী

এম আর এইচ সুমন, রংপুর : ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় কোরবানির পশুরহাট সমূহে জনসাধারণকে মাস্ক ব্যাবহারে সচেতনা তৈরী ও মাস্ক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস।

সোমবার (১৯ জুন) রংপুর সিটি কর্পোরেশন এলাকার প্রাচীনতম ঐতিহাসিক কোরবানির পশু নিয়ে সমাহার বুড়ির হাটে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের আয়োজনে রংপুর জেলার রোভার স্কাউটের সদস্যরা হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক ব্যাবহারে সচেতন করতে সকালে হাট শুরু হওয়া থেকে সন্ধ্যা অবধি হাটে অস্থায়ী একটি বুথ স্থাপন করে মাইকিং করে করোনায় জনসচেতনতামূলক প্রচারনা চালায় এবং আগত বিক্রেতা ও ক্রেতার মাঝে ফ্রী মাস্ক বিতরণ করে।

রোভার স্কাউট সদস্যরা জানায়,  ২০ জুলাই রংপুর নগরীর বিখ্যাত হাট লালবাগেও তাদের এ কার্যক্র অব্যাহত থাকবে। রোভার স্কাউট সদস্যদের এ কার্যক্রম হাট এলাকা মাস্ক ব্যাবহারে সচেতনতায় বেশ সাড়া ফেলেছে।

রংপুরে রোভার স্কাউট সদস্যদের এ কাজের নেতৃত্বদানকারী রোভার স্কাউট লিডার হাবিবুর রহমান জানান, দেশের প্রতিটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশন এলকা সহ ঢাকায় প্রধান কয়েকটি হাটে একযোগে এ কার্যক্রম পরিচালনা করছে রোভার স্কাউট সদস্যরা।