Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

শেখ তন্ময়ের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বাগেরহাট

শেখ তন্ময়ের উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের নিজস্ব তহবিল থেকে উপজেলার ১৬টি ইউনিয়নে লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র ১৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

বুধবার বিকেল ৪ টায় উপজেলার ১৬ টি ইউনিয়নের লকডাউনে কর্মহীন ও দরিদ্র ১৬ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণকরা হয়।

এমপি শেখ তন্ময়ের দেয়া এসব খাদ্য সহয়তা বিতরণ করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাস্টার সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা ইখতেয়ার হোসেন দিলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, যুবলীগের পৌর আহ্বায়ক আসাদুজ্জামান বিপু প্রমুখ।

বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও আধা কেজি লবণ।

এছাড়া করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি ইউনিয়নে ১ হাজার করে ১৬ ইউনিয়নে ১৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।