Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

খানসামায় করোনা পজিটিভ আরো ৯জন দিনাজপুর

খানসামায় করোনা পজিটিভ আরো ৯জন

দিনাজপুরের খানসামা উপজেলায় ফের করোনা পজিটিভ হয়েছে ৯জন। এমতাবস্থায় মাস্ক ব্যবহার ও সচেতন থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) দুপুরে মোট ২৯ জনের র্যারপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে এরমধ্যে নতুন করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৯জন। এখন পর্যন্ত মোট স্যাম্পল নেয়া হয়েছে ৮৮২  জনের এরমধ্যে র্যারপিড এন্টিজেন টেস্ট ২০৮জন। মোট রোগী ১৭১, সুস্থ ১৩৮ জন ও মৃতের সংখ্যা ৫। বর্তমান করোনা পজিটিভ রোগী ২৮ জন। এরমধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জন ও হোম আইসোলেশনে আছে ২৬ জন রোগী।

করোনা ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয় বলেন, প্রতি সপ্তাহের শনি, সোম,বুধবার স্যাম্পল নেয়া হচ্ছে আর হতদরিদ্র  জনগোষ্ঠীর জন্য করোনার পরীক্ষা বিনামূল্যে হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, খানসামায় বর্তমানে করোনা উপসর্গের রোগীর সংখ্যা অনেক বেশী। এটি গোপন না রেখে সবার উচিৎ করোনা স্যাম্পল দিয়ে হোম আইসোলেশনে থাকা অন্যথায় সংক্রমণ হার আরো বেড়ে যাবে। যা অনেক ক্ষতি হবে আমাদের।