Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করলেন এমপি মিলন বাগেরহাট

মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করলেন এমপি মিলন

মহামারী করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেনসিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এ সকল চিকিৎসা সরঞ্জামাদি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি’র কাছে হস্তান্তর করেন। 

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্টের (সিএমএসডি) কর্তৃক সরবরাহকৃত এ সকল চিকিৎসা সরঞ্জমাদি হস্তান্তর করেন। এ সময়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন চিকিৎসকদের করোনাকালীন সম্মুখ যোদ্ধা আখ্যায়িত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই জরুরি সেবা প্রদানের চেষ্টা করতে হবে।

হস্তান্তর কালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন, থানা অফিসারইন চার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ প্রমুখ।
 
হস্তান্তরকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার, ১০ টি পাল্স অক্সিমিটার ও এক্সট্রা পাল্স অক্সিমিটার সেন্সরস্ এবং ৫ টি অক্সিজেন কনসেন্টর ।

এই বিভাগের অন্যান্য খবর