Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১,

কালকিনিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কৃষি সংবাদমাদারীপুর

কালকিনিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। বুধবার সকালে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্ত শ্বাশতী ছন্দা দেবনাথ, কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ মন্ডল ও উপ-সহকারী কৃষি কর্মকাতা বৃন্দ।