Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

ঝালকাঠিতে করোনা প্রতিরোধে এগিয়ে আসছে দানশীলরাও ঝালকাঠি

ঝালকাঠিতে করোনা প্রতিরোধে এগিয়ে আসছে দানশীলরাও

করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে। আমাদের চোখের সামনেই প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। করোনা পরীক্ষায় অর্ধেকেরও বেশি মানুষের পজিটিভ রিপোর্ট আসছে, যা আমাদের জন্য অশনিসংকেত। কাছের মানুষ হারানোর পূর্ব পর্যন্ত শত শত মানুষের মৃত্যু কেবলই একটি সংখ্যা। কাছের কাউকে হারালে বুঝা যায় এক একটি লাশের ওজন কত! এমন বিষয়টির দিকে লক্ষ্য রেখে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতে দুটি অক্সিজেন সিলিন্ডার দান করেছেন ঝালকাঠির সাবিহা কেমিকেলের মালিকানা অংশিদার (উত্তরাধিকার সূত্রে) রাজিবুল রহমান। ব্যবসায়ী ও সমাজসেবক সাগর হালদারের হাতে মঙ্গলবার দুপুরে সিলিন্ডার কিনতে ২৯ হাজার টাকা দান করেন। এছাড়াও শহরের বিভিন্ন জনে ভ্রাম্যমাণ অক্সিজেন সিলিন্ডার ব্যবসার শুরু করেছেন। 

মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম’র পরিচালনা ও ব্যবস্থাপনায় প্রতিদিন ৫শ টাকা মূল্যে এ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে সংগঠনের সদস্যরা। সদস্য শাকিল হাওলাদার রনি জানান, প্রতিদিন ৫শ টাকা মূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে। তবে আর্থিকভাবে কেউ অসামার্থ্য থাকলে তাকে বিনামূল্যে সরবরাহ করা হবে।