Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২১,

আসন্ন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর হলো মিনিস্টার গ্রুপ খেলাধুলা

আসন্ন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর হলো মিনিস্টার গ্রুপ

আগামী ৭ জুলাই শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ধারাবাহিক সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে পাশে থাকছে মিনিস্টার গ্রুপ। এটি দীর্ঘ ৮ বছর পরে টাইগারদের প্রথম  জিম্বাবুয়ে সফর। এই সফরে বাংলাদেশ ক্রিকেট দল একটি টেস্ট, তিনটি ওয়ান-ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। খেলা চলবে ৭ই জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত। কোভিড পরিস্থিতির জন্য এই ইভেন্টের কোন আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

এ সম্পর্কে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘মিনিস্টার গ্রুপ সবসময়ই দেশের স্পোর্টস খাতকে নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই সিরিজের এসোসিয়েট স্পন্সর হিসেবে পাশে থাকছে মিনিস্টার গ্রুপ। আমরা এদেশের খেলাধুলা খাতের পৃষ্টপোষক হিসেবে পাশে থাকতে পেরে সত্যিই আনন্দিত।’

ক্রীড়ামোদি এই দেশীয় প্রতিষ্ঠানটি আসন্ন এই সিরিজে মিনিস্টার ইলেকট্রনিক্সের পাশাপাশি বিভিন্ন হিউম্যান কেয়ার পণ্যের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে।