Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কষ্টিপাথরসহ কালকিনির ইউপি সদস্য গ্রেফতার মাদারীপুর

কষ্টিপাথরসহ কালকিনির ইউপি সদস্য গ্রেফতার

একটি কষ্টিপাথর, ৮টি মোবাইল, ১০টি সিমকার্ড ও নগদ ৩৮ হাজার টাকাসহ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নান্নু মোল্লাকে(৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর। এসময় তার সঙ্গে থাকা আরো ৫জনকে গ্রেফতার করা হয়। নান্নু মোল্লা উপজেলার আলীনগর এলাকার কোলচরী সস্তার গ্রামের মোমিন উদ্দিন মোল্লার ছেলে। শুক্রবার ভোরে র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানাগেছে, গোপালগঞ্জ জেলার কোটালাপাড়া উপজেলায় বসে মহামুল্যবান একটি কষ্টিপাথর বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রান লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ইউপি সদস্য নান্নু মোল্লাসহ ৬জনকে হাতেনাতে গ্রেফতার করেন। 

র‌্যাব আরো জানান, ওই সকল জিনিসপত্র চোরাচালেন উদ্দেশ্যে দেশের বাহিরে তারা পাচারের চেষ্টা করেছিল। পরে তাদেরকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।