Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

বুড়িচংয়ে নৌকার মাঝি হাসেম খাঁন কুমিল্লা

বুড়িচংয়ে নৌকার মাঝি হাসেম খাঁন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) শূন্য আসনে দলীয় মনোনয়নপত্র নিয়েছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর সহধর্মিণী ও ছোট ভাইসহ ৩৫ জন। এখানে কেন্দ্রীয়, জেলা এবং দুই উপজেলার গুরুত্বপূর্ণ সব নেতা মনোনয়ন ফরম কিনেছেন।

উপনির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুলাই অনুষ্ঠেয় কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান দলীয় প্রার্থী হয়ে লড়বেন।

শনিবার (১২ জুন) বেলা ১১টায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএনপিবিহীন সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই বিজয় হওয়াটা অনেকটা নিশ্চিত বলে মনে করছেন অনেকে।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে হাসেম খানের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার ওঠে। বের হয় আনন্দ মিছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীও।

এ আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই। দল হাসেম খানের প্রতি সুবিচার করেছে। আমি এবং আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করব। নমিনেশন নিয়ে আমার মনে কোনো ক্ষোভ নেই।’

বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, ‘প্রবীণ নেতা আবুল হাসেম খানের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।’

কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া তার ফেসবুকে লিখেছেন, ‘জ্যেষ্ঠ নেতা আবুল হাসেম খানকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আবুল হাসেম খানকেও অভিনন্দন। আশা করছি আপনার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে।’

নির্বাচন কমিশন ২ জুন কুমিল্লা-৫ সহ দেশের শূন্য তিন আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এতে বলা হয় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন।

তফসিল ঘোষণার সময় উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুননির্ধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।