Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ঝালকাঠিতে সুবিধা বঞ্চিত রোজাদারদের মাঝে দুরন্ত ফাউন্ডেশন’র ভিন্নধর্মী ইফতার ঝালকাঠি

ঝালকাঠিতে সুবিধা বঞ্চিত রোজাদারদের মাঝে দুরন্ত ফাউন্ডেশন’র ভিন্নধর্মী ইফতার

গরুর গোশত দিয়ে খিচুড়ি তৈরি করে প্যাকেটজাত করা হয়। সেই প্যাকেটের মধ্যে সৌদিয়ান খেজুর ও সাথে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। দেড় শতাধিক প্যাকেট তৈরি করে শহরের কলেজ মোড়, ফায়ারসার্ভিস মোড়, প্রেসক্লাবের সামনে, বিশ্বরোড ও সাধনার মোড়ে অবস্থান নেন পৃথক পৃথক দলে বিভক্ত স্বেচ্ছাসেবীরা। সুবিধা বঞ্চিত রোজাদার দেখলেই তাঁদের ডেকে হাতে একটি ইফতারে প্যাকেট দেয়া হয়। পথচারী, রিকশা শ্রমিক ও অটোচালক ও দরিদ্রদেরকে এসকল প্যাকেট প্রন্তৃন করা হয়। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করে দুরন্ত ফাউন্ডেশন ঝালকাঠি ইউনিট। শুক্রবার বিকেল সোয়া ৫টায় একর্মসূচী শুরু করে ইফতারের পূর্বে সম্পন্ন করা হয়। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  সুশৃঙ্খলভাবে কার্যক্রমটি সম্পন্ন হয়।

সংগঠনটির সভাপতি মো. শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাফর মোল্লা জানান ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও সুবিধা বঞ্চিত কিছু মানুষ এবং প্রচন্ড রোদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রেখেছেন। দিনভর কস্ট করেছেন তাদের জন্য এই কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও এরকম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে জানান তারা। ’