Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

মাগুরায় প্রধানমন্ত্রীর দেওয়া ১৫ টি ঘরের নির্মান কাজ সম্পন্ন মাগুরা

মাগুরায় প্রধানমন্ত্রীর দেওয়া ১৫ টি ঘরের নির্মান কাজ সম্পন্ন

শেখ হাসিনার অঙ্গীকার সবার জন্য বাসস্থানের অধিকার, গৃহহীনে গৃহদান শেখ হাসিনার অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মুজিব বর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান কার্যক্রমের আওতায় নির্মিত ১৫ টি ঘর নির্মান কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া অর্থিক অনুদানে ও মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদের বাস্তবায়নে চুকিনগর নামক গ্রামে ১৫ টি ঘর ২৫ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে। প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায় করা হয়েছে। প্রতিটি ঘরে ২ টি করে কক্ষ, ১ টি সৌচাগার ও ১ টি করে রান্নাঘর রয়েছে। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম নবনির্মিত ঘর গুলি পরিদর্শন করেন। 

এ সময় শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। অবিলম্বে নির্মিত ঘর গুলি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। এর ফলে মাগুরা জেলার শালিখা উপজেলার ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের আবাসস্থল লাভের সুবিধা পাবে।