Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৫ মে) বেলা ১১টার দিকে তিনি শপথ বাক্য পাঠ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তার নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ করেন। এবার সমর্থকদের ভিড় কমিয়ে কোভিড বিধি মেনে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

২০১১ সালের ১৯ মে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ পাঠ করান।

এরপর ২০১৬ সালের তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ পড়ান মমতাকে। এবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোভিড সতর্কতা মেনেই রাজভবনের থ্রোন হলে মমতাকে শপথ পাঠ করান রাজ্যপাল। অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, এর মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সৌরভ গাঙ্গুলি। তবে গুরুতর অসুস্থ থাকায় বুদ্ধদেব ভট্টাচার্য আসেননি শপথে।

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো তার নিজের দপ্তর নবান্নের ১৪ তলায় নিজের কক্ষে প্রবেশ করবেন দুপুরে। এর আগে নবান্নে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেয়া হবে গার্ড অব অনার।

প্রায় দুই মাস ধরে প্রচারণার পর, ভোটে শেষ হাসি এলো তৃণমূল কংগ্রেসের। ২১৩ আসনের বিপুল জয় নিয়ে অতীতের সব রেকর্ড ছাপিয়ে, তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই কোভিডের মতো ভয়াবহ সংক্রমণকে সামলাতে হবে তাকে।